-->

Islmaic Quiz Questions And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ

Islamic Quiz Question And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ 

ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর, আজকের কুইজ প্রতিযোগিতা ২০২৩, ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর 2023, ইসলামিক কুইজ বাংলা ইসলামিক কুইজ ২০২১, ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর pdf.

Islmaic Quiz Questions And Answer Pdf Download

Islamic Quiz Question And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ

মাক্কী ও মাদানী জীবন

প্রশ্ন-৯৪৯. ইয়ামামার গভর্নর কী উত্তর দিলেন?


উত্তর : তিনি প্রতি উত্তর দিলেন আপনি যদি আপনার সরকারের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন, তাহলে আমি আপনার অনুসরণ করতে প্রস্তুত। রাসূল অবশ্যই দাবিটি গ্রহণ করেন নি।


প্রশ্ন-৯৫০. দামেস্ক বা সিরিয়ার রাজা রাসূল এর চিঠি পেয়ে কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন?
উত্তর : সে রাগান্বিত হয়ে বলল- “কার এত বড় সাহস যে, আমার রাজত্ব থেকে আমাকে বহিষ্কার করতে চায়! আমি তার সাথে যুদ্ধ করবো।


প্রশ্ন-৯৫১. ওমানের রাজা ও তার ভাই রাসূল এর পত্র পেয়ে কেমন প্রতিক্রিয়া জানালো? উত্তর : তারা রাসূল সালালাহ-এর প্রতিনিধি আমর বিন আসকে রাসূল সাঃ ও তার মিশন সম্পর্কে অনেক প্রশ্ন করল।


অতঃপর তারা একে অপরের সাথে পরামর্শ করল এবং পরিস্থিতি বিবেচনা করার পর, তাদের দুজনেই ইসলাম গ্রহণ করলেন।

ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর


প্রশ্ন-১৫২. রাসূল এর পত্র পেয়ে পারস্যের সম্রাট কেমন প্রতিক্রিয়া করলেন?
উত্তর : তার নিজের নামের উপর রাসূল সা এর নাম রেখে পত্র লেখার পদ্ধতি দেখে সে রাগে ফেটে পড়ল। সে চিঠিটি ছিড়ে টুকরো টুকরো করে ফেলল এবং ইয়ামানে তার প্রতিনিধিকে রাসূল সাঃ কে গ্রেফতার করতে জোড়ায় জোড়ায় সৈন্য পাঠাতে এবং তাকে এনে তার কাছে হাজির করতে হুকুম করলেন।


প্রশ্ন-৯৫৩. ইয়ামানের গভর্নর কী করলেন?

উত্তর : ঐ সময় তৎকালীন ইয়ামানের পারস্য গভর্নর, 'বাযান' রাসূলকে গ্রেফতার করার জন্য মদিনায় দুটি সৈন্যবাহিনী পাঠায়

প্রশ্ন-৯৫৪. রাসূল সাঃ তাদেরকে কী অবহিত করলেন?
উত্তর : তিনি ওহীর মাধ্যমে তাদেরকে জানালেন যে, পারস্যের সম্রাট পারভেজ তার নিজ পুত্রের হাতে নিহত হবে। তিনি তাদেরকে আরো বললেন যে, শীঘ্রই ইসলাম সর্বত্র বিজয় লাভ করবে।

Islamic Quiz Question And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ


প্রশ্ন-৯৫৫. পারস্যের নতুন সম্রাট শেরওয়াহর কাছ থেকে বাযান কী নির্দেশ পেলেন? উত্তর : পারভেজের গুপ্তহত্যার সংবাদটি নিশ্চিত করে শেরওয়াহ বাযানকে একটি চিঠি পাঠাল। রাসূল সা এর বিরুদ্ধে পরবর্তী কোন আদেশ দেওয়ার পূর্ব পর্যন্ত কোন প্রতিশোধ নিতে সে বাযানকে নিষেধ করলেন।
প্রশ্ন-৯৫৬, তখন বাযান কী করল?
উত্তর : তিনি ইয়ামানে পারস্যের লোকদের সঙ্গে নিয়ে ইসলাম গ্রহণ করেন ।

হিজরতের সপ্তম বছর


গাযওয়ায়ে খায়বার

প্রশ্ন-৯৫৭. কখন গাযওয়ায়ে খায়বার বা খায়বারের যুদ্ধ সংঘটিত হয়? এবং এর পিছনে কারণ কী ছিল?
উত্তর : অস্বীকার করার মত কিছু নেই যে, ইয়াহুদীরা সব সময় রাসূলকে ঘৃণা করত এবং ইসলামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করত। তারা আরব জাতিকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে অনুপ্রেরণা দিত।


রাসূলুল্লাহ হুদায়বিয়া থেকে ফিরে আসার প্রায় ২০ দিন পর জানতে পারলেন যে, ইয়াহুদিরা গাতফান গোত্রের লোকদের সঙ্গে মৈত্রী চুক্তি করে খাইবার নামক জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।


তখন তিনি যারা হুদায়বিয়ায় তার হাতে হাত রেখে অঙ্গীকার নিয়েছিল সে ১৪০০ জন মুসলমানদের সঙ্গে নিয়ে ৭ম হিজরীর মুহাররম মাসে খাইবারের দিকে যাত্রা করল।

আজকের কুইজ প্রতিযোগিতা ২০২৩


প্রশ্ন-১৫৮. তৎকালীন খাইবারের একটি বর্ণনা দিন ।
উত্তর : খাইবার ছিল মদিনার উত্তর দিকে ৮০ মাইল দূরে বিস্তৃত তাঁবু বেষ্টিত সুরক্ষিত স্থান, যেখানে ছিল দশ হাজার ইয়াহুদিদের বসবাস। এটি ছিল দুই খণ্ডে বিভক্ত।

Download Pdf

পাঁচজনের নেতৃত্বে প্রথম খণ্ডে ছিল পাঁচটি তাঁবু। তারা হলেন : ১. নাঈম, ২. সাব, ৩. যুবাইর, ৪. আবি ৫. নাইযার। আর তিন জনের নেতৃত্বে দ্বিতীয় খণ্ডে ছিল তিনটি তাঁবু। তারা হলেন- ১. কাসাস, ২. ওয়াতীহ, ৩ সালালিম।


প্রশ্ন-৯৫৯. রাসূল সাঃ যখন খাইবারে অবস্থান করছিলেন তখন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল সে ব্যক্তিটির নাম কী ?
উত্তর : সে ব্যক্তিটি হলেন 'আবু হুরাইরা' (রা)। যিনি পরবর্তীতে মুসলিম পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন এবং হাদীস বর্ণনাকারী ছিলেন।

Islamic Quiz Question And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ


প্রশ্ন-৯৬০. ঐ সময় মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই কী ভূমিকা পালন করেছিলেন?
উত্তর : সে আসন্ন বিপদ আক্রমণের ব্যাপারে ইয়াহুদিদেরকে খাইবারে সতর্কতা অবলম্বনের জন্য তাদেরকে একটি বার্তা পাঠাল এবং তাদেরকে পরামর্শ দিলেন যে, তোমরা যেহেতু অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং সংখ্যায়ও বেশী তাই মুসলমানদেরকে অবশ্যই প্রতিরোধ করবে।


প্রশ্ন-৯৬১. খাইবার জয়ের পতাকা কার হাতে দেয়া হয়েছিল? উত্তর : আলী বিন আবু তালিব (রা)-এর হাতে।

প্রশ্ন-৯৬২. রাসূল আলী বিন আবু তালিব (রা)-এর চোখে কী করলেন? উত্তর : যেহেতু আলী (রা)-এর চোখ ফুটেছিল, তাই রাসূল সাঃ তার মুখের লালা আলীর চোখে লাগিয়ে দিলেন ফলে তিনি সম্পূর্ণভাবে ভাল হয়ে গেলেন।


প্রশ্ন-৯৬৩. রাসূল সাঃ তাকে কী বললেন?

উত্তর : তিনি তাকে বললেন- “সহজভাবে জিনিসটি গ্রহণ কর এবং লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করবে এবং আল্লাহর প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বলবে। 

আমি আল্লাহর নামে শপথ করছি যে, যদি শুধুমাত্র একজন ব্যক্তি তোমার মাধ্যমে হেদায়াতপ্রাপ্ত হয়, তাহলে সেটা তোমার জন্য লাল উটের চেয়ে অধিকতর ভাল হবে।
 

Islamic Quiz Question And Answer Pdf Download 2023 । ইসলামিক কুইজ


প্রশ্ন-৯৬৪. কোন দূর্গ সর্বপ্রথম আক্রমণ করেছিল? উত্তর : নাঈমের দূর্গ সর্বপ্রথম আক্রমণ করেছিল। অতি শীঘ্রই এ দূর্গের সরদার মারহাবকে আলী (রা) ও তার ভাই যুবাইর বিন আওয়াম (রা) হত্যা করে ফেলে ।

প্রশ্ন-৯৬৫. যুদ্ধের ফলাফল কী হল ?

উত্তর : ইয়াহুদীরা নাঈমের দূর্গের অবস্থান ছেড়ে দিল এবং সাবের দূর্গে অনুপ্রবেশ করল তখন হাবাব বিন মুনযির আনসারি (রা) এ দূর্গে আক্রমণ করে । 

প্রশ্ন-৯৬৬. ফলাফলটি কী হল?

উত্তর : অবরোধের তিনদিন পর মুসলমানরা সাবের দূর্গ জয় করে আর ইয়াহুদীরা নিজেরাই যুবাইরের দূর্গ বা কেল্লা অবরুদ্ধ করে রাখে ।

প্রশ্ন-৯৬৭. তখন মুসলমানরা কী করলেন?

উত্তর : তারা তিনদিন যাবৎ দূর্গটির চারদিক অবরোধ করে রাখেন।


Read More-

Accident Attorney Near Me

Car Accident Attorney

Personal Injury Lawyer

Personal Injury Lawyer Near Me

Auto Accident Lawyer

Car Accident Lawyer Near Me

injury lawyer near me

Baca juga

Post a Comment