-->

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।


প্রশ্ন-১০৪৩. মুসলমানরা যখন “যাত আনওয়াত” দেখতে পেলেন তখন তারা রাসূলকে কী অনুরোধ করলেন?

উত্তর : মুসলমানরা হুনাইনের দিকে যাওয়ার পথে “যাত আনওয়াত” নামক একটি সবুজ বৃক্ষ দেখতে পেলেন। একে 'যাত আনওয়াত' বলার কারণ হল, তৎকালে আরবের লোকেরা তাদের অস্ত্রশস্ত্র উহাতে ঝুলিয়ে রাখত, এর নীচে পশু হত্যা করত এবং এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত।


কতিপয় মুসলমান বিশেষ করে নওমুসলিমরা তাদের জন্য একটি গাছ তৈরী করে দিতে অনুরোধ করলেন। (সূরা-৭ আ'রাফ : আয়াত নং-১৩৮)
 
  

প্রশ্ন-১০৪৪. রাসুল সাঃ তাদেরকে কী বললেন? [ ইসলামী প্রশ্নোত্তর ]

উত্তর : তিনি বললেন, “আমি তার নামে শপথ করছি, যার হাতে মুহাম্মদের আত্মা । তোমরা এ মাত্র যা বলেছ তা মূসার লোকেরাও মূসাকে বলেছিল।


তারা বলেছিল : “হে মূসা! তুমি আমাদের জন্য এক জন প্রভু বানিয়ে দাও, যেমনটি আমাদের রয়েছে।” আসলে তোমরা নির্বোধ লোক । (সূরা-৭ আ'রাফ : আয়াত নং-১৩৮)



প্রশ্ন-১০৪৫. মক্কার গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর : ইতবা বিন উসাইদ (রা)-কে ।[ ইসলামী প্রশ্নোত্তর ]

প্রশ্ন-১০৪৬. যখন কতিপয় মুসলমান, মুসলমানদের বিশাল সৈন্যবাহিনী দেখতে পেল তখন তারা কী বলল?

উত্তর : তারা বলল যে, আমরা কখনো পরাজিত হব না। আর মুসলমানদের এমন মন্তব্যে রাসূল সাঃ তো তার বিরক্তিবোধ প্রকাশ করলেন ।

islamic quiz with answers pdf


প্রশ্ন-১০৪৭. মালিক বিন আওফ কীভাবে তার সৈন্যবাহিনীকে বিন্যস্ত করেছিলেন?

উত্তর : সে তার সৈন্যদেরকে পাহাড়ের ভিতরে এবং মুসলমানদের প্রবেশ পথে ও অপ্রশস্ত লুকাবার মত স্থানে লুকিয়ে থাকতে হুকুম করলেন। সে তাদেরকে বললেন যখনই মুসলমানেরা তোমাদেরকে দেখে ফেলবে তখনই তোমরা তাদেরকে পাথর ও তীর নিক্ষেপ করতে থাকবে তার আদেশ অনুযায়ী সৈনিকেরা পাহাড়ের দিকে প্রবেশ করল।


প্রশ্ন-১০৪৮. মুসলিম সৈনিকদের কী হল?  [ ইসলামী প্রশ্নোত্তর ]

উত্তর : প্রত্যুষে মুসলমানরা হুনাইন পর্বত থেকে নামা শুরু করলেন, কিন্তু শত্রুরা যে তাদের উপর আক্রমণ করার জন্য ওঁত পেতে বসেছিলেন সে সম্পর্কে তারা ছিলেন সম্পূর্ণ অসচেতন।

তাই যখন তারা নামছিলেন তৎক্ষণাৎ শত্রুরা তাদের দিকে প্রচণ্ডভাবে তীর নিক্ষেপ করতে লাগল এবং অতর্কিতভাবে তাদেরকে আক্রমণ করে বসল। ফলে মুসলমানরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে বাধ্য হল। রাসূল সাঃ এর কতিপয় মুহাজির ও তার আত্মীয়কে নিয়ে শত্রু বাহিনীর মুকাবিলা করেছিলেন।

islamic quiz questions and answers pdf bengali


প্রশ্ন-১০৪৯. এরপর রাসূল সাঃ কী করলেন?

উত্তর : তিনি সাহাবীদেরকে ফিরে আসার জন্য ডাকতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, “হে আল্লাহ তোমার সাহায্য পাঠাও।” এরপর তিনি তার চাচা আব্বাস (রা)-কে বললেন মুসলমানদেরকে উচ্চস্বরে ডাকার জন্য । এরপর মুসলমানরা যুদ্ধের ময়দানে ফিরে আসলেন ।


প্রশ্ন-১০৫০. যুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছিল? [ Islamic Quiz Questions & Answer In Bengali ]

উত্তর : এটি এতই মারাত্মকভাবে চলছিল যে, রাসূল প্রচণ্ডভাবে হয়েছে” “এখন লড়াই তুমুলভাবে হয়েছে।”

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।


প্রশ্ন-১০৫১. তখন কী অলৌকিক ঘটনা ঘটেছিল? 

উত্তর : রাসূল সাঃ বললেন “এখন যুদ্ধ এক মুঠো বালি নিয়ে শত্রুদের দিকে নিক্ষেপ করলেন। আর বললেন, “তোমাদের মুখমণ্ডল অশ্লীল হউক।” এরপর এ বালি গিয়ে শত্রুদের চোখে পড়ল। আর তারা ভীষণ ভয়ে পালাতে লাগল এবং শত্রুর সৈন্যবাহিনী পরাজিত হল ।


প্রশ্ন-১০৫২. সাকিফ গোত্রের কতজন লোককে হত্যা করা হল?

উত্তর : প্রায় সত্তর জনকে। [ Islamic Quiz Questions & Answer In Bengali ]

প্রশ্ন-১০৫৩. গাযওয়ায়ে তায়েফ বা তায়েফের যুদ্ধ কখন সংঘটিত হয়? 

উত্তর : গাযওয়ায়ে তায়েফ ছিল হুনাইন যুদ্ধের একটি প্রসারণ। শত্রুরা নিজেরাই তাদের নেতা মালিক বিন আওফের তায়েফ দূর্গ অবরোধ করে রেখেছিল। 

Islamic Quiz Questions & Answer In Bengali । ইসলামী প্রশ্নোত্তর ।


প্রশ্ন-১০৫৪. রাসূল সাঃ সেনাপতি হিসেবে কাকে পাঠালেন?

উত্তর : তিনি খালিদ বিন ওয়ালীদকে তায়েফে ১,০০০ সৈন্যের প্রধান হিসেবে পাঠালেন। আর রাসূল সাঃ ও নখলা, ইয়ামান, কারনুল মানাযিল ও লিইয়াহ এর মধ্য দিয়ে অগ্রসর হলেন। দূর্গটি ছিল মালিকের নিজস্ব। রাসূল সাঃ দূর্গটি ভেঙ্গে ফেলার জন্য হুকুম দিলেন ।


প্রশ্ন-১০৫৫. মুসলিম সৈন্যবাহিনী তায়েফে পৌঁছে কী করলেন?

উত্তর : তারা ২০দিন যাবৎ দূর্গটি অবরোধ করে রাখে ।

Baca juga

Post a Comment